খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3569 বার
আব্দুল্লাহ আল-মামুন : শার্শার পল্লীর তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী রানার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৩তে ৫০ বোতল ফেনসিডিল সহ কুদ্দুস নামের এক সহযোগীকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রানার বাড়িতে অভিযান চালায়। পুলিশের অভিযানের খবর পেয়েই রানা সহ কয়েকজন পালিয়ে গেলেও এ সময় আটক হয় কুদ্দুস । কুদ্দুস শার্শার সীমান্তবর্তী গ্রাম অগ্রভুলোটের মৃত মোসলেম আলীর ছেলে।
এ সময় কুদ্দুসের স্বীকারোক্তিতে রানার ঘরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩শ’৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার দাম ১০ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় থানায় মামলার পর শুক্রবার দুপুরে কুদ্দুসকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।