খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4419 বার
“সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ যশোরের বাঘারপাড়ায় (বাগডাঙ্গা-ঘোষনগর) বাজারে ইসলামি ব্যাংক এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে ১৩ সেপ্টেম্বর বিকেলে ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ (পিএলসি) যশোর শাখার এসডিপি প্রধান মোঃ ছরোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, তালুকদার প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিঃ এর এজিএম মোঃ আল মামুনুর রশীদ। সাগত বক্তব্য রাখেন, অত্র শাখার ইনচার্জ মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, রাধানগর আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা তবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, বর্তমান ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সেলিম রেজা সাবু, রাধানগর আমিনিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা, বাজার কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেনসহ স্থানীয় গন্যেমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, অত্র ব্যাংক শাখার হেডঅফ একাউন্টস মোঃ ইলিয়াস হোসাইন ।
উল্লেখ্য ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ইসলামি ব্যাংকের এই এজেন্ট শাখার কার্যক্রম উদ্বোধন করার পর থেকে আজ পর্যন্ত সফলভাবে গ্রাহকদের সেবা প্রদান করে আসছেন।