সাঈদ ইবনে হানিফ: যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের মন্ডলপাড়ার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী মন্ডল (৮৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ২৫ ডিসেম্বর ভোর ৫টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিস্বাস ত্যাগ করেন।

সূত্র জানা গেছে, মুক্তিযোদ্ধা শওকত মন্ডলের ইন্তেকালের পর তার দাফন কার্যে কিছুটা বিঘ্ন হলেও উপজেলা প্রশাসন সরেজমিনে এসে কিছুটা নিরশন ও মৃতের রাষ্টীয় মর্জাদায় গার্ড অব অনার প্রদান করে চলে যান। এর পর চলতে থাকে জটলা শেষ পর্যন্ত পারিবারিক ঝামেলায় আংশিক ফয়সালা হলে তার দাফন কার্যের যাবতীয় নিয়মনীতি মেনে তা সম্পন্না হয়। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা শওকত মন্ডল ২স্ত্রী, ৩ছেলে, ৯মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন শওকত আলীর মৃত্যুর সংবাদ মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে পড়লে দুরদুরান্ত থেকে স্বজনরা শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে চলে আসেন এবং সমবেদনা জানান। এছাড়াও উপজেলা প্রশাসনের নির্বাহি অফিসার ও থানা নির্বাহি কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত, মেম্মর আতিয়ার রহমান, মুনায়েম, মহিলা মেম্মর শাহানাজ পারভিন মৃতের বাড়িতে এসে সমবেদনা জানান।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তেঘরী গ্রামের মশিউর রহমান, আদমপুরের আফছার আলী, ফছিয়ার রহমান ও বাঘারপাড়ার ছলেমান বিশ্বাস, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী জানাজা পূর্ব অংশ গ্রহণ করেন। এইদিন মাগরিব বাদ তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।