শিরোনাম:
নড়াইলের শেখহাটি তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি ঘোষণা
নড়াইল প্রতিনিধি : আগামী ৬ মাসের জন্য নড়াইল সদর উপজেলার শেখহাটি তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (১৭ মার্চ) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আ. স. ম. ফারুক হোসেনকে সভাপতি মনোনীত করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে মোহাম্মদ মাহমুদ কবির এবং অভিভাবক সদস্য পদে মোস্তফা মোল্যাকে মনোনীত করা হয়েছে।