খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4142 বার
সানজিদা আক্তার সান্তনা : যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেছেন, বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলার আকাশে উদীয়মান লাল সূর্য হয়ে জন্মেছিলেন। সাধনার মাঝ পথে এসে তিনি বাংলার আবহমানকাল থেকে বাঙালি জাতির উপর জাপটে ধরা কালো অন্ধকার দূরে ঠেলে সবুজের মাঝে লাল বৃত্ত হয়ে বাংলাদেশ অংকিত করেছিলেন। আমাদের উপহার দিয়েছিলেন একটি স্বাধীন স্বার্বভৌম ভূ-খন্ড। যার বুকের উপর মাথাগুঁজে আজ আপনার আমার সন্তান শান্তির পরশে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল দেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ” গড়ার স্বপ্ন দেখছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী শার্শা উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের খন্ড খন্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শোকের পাহাড়ে নিমজ্জিত বঙ্গবন্ধুর জীবনী নিয়ে দিনব্যাপী আলোচনা সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরও বলেন, ৭১ পূর্ববর্তী সময়ে যারা আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত রেখে বিদেশীদের প্রভু বানিয়ে বাঙালি জাতির উপর নানান জ্বালা, যন্ত্রণা, অনাচার, অত্যাচার, ব্যাভিচারে লিপ্ত ছিলো! যারা আমাদেরকে মধুর ভাষায় মা’ মা’ বলে ডাকার অধিকারকে হরণ করেছিলো! যারা আমাদের পরাধীনতা থেকে মানুষের মতো মানুষ হয়ে বাঁচার অধিকারকে হরণ করেছিলো! সেই হায়েনার দল আমাদের রাখাল রাজা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি।
ওরা বঙ্গবন্ধুর হত্যার মধ্যদিয়ে বাঙালি জাতিকে কলঙ্কিত করে আবারো আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে চেয়েছিলো। ওরা ৭৫’র ১৫ আগষ্ট, এক কালো রাতে হত্যা করেছিলো বাঙালি জাতির স্বপ্ন বাস্তবায়নের কারিগর “বাংলাদেশের বাতিঘর” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সমগ্র অনুপ্রেরণার উৎস্য (সহ-ধর্মিনী) বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ ঔরষের সন্তান ও আপনজনদের।
এদিন, দিবসের প্রথম প্রহরে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা, দোয়া ও বঙ্গববন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এখান থেকে বেনাপোল পৌর শ্রমিকলীগের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও কাঙালি ভোজের অনুষ্ঠানে মিলিত হয় শেখ আফিল উদ্দিন এমপি। পরে, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নাভারন বাজার ও শার্শাবাসীর আয়োজনে শার্শার বাজার এলাকায় বিশাল মানুষের সমাগমে অনুষ্ঠিত শোকের মাতমে যোগ দেন সাংসদ আফিল উদ্দিন।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, প্রকৌশলী মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, বেনাপোল পৌর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোয়ারাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল,শ্রমিকলীগের আহবায়ক আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মন্টু, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, যুবলেিগর যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, শ্রমিকলীগের আহবায়ক রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আকতার জামানসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা।