জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ আগস্ট ১৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2744 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দুই হাজার ২৪১ পিস ইন্ডিয়ান শাড়ি এবং একটি ক্যাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় দুই ব্যাক্তিকে আটক করা হয়। ভালুকা-গফরগাও সড়কে চেকপোস্ট বসিয়ে ক্যাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শাড়ী গুলো উদ্ধার ও তাদের আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভালুকা-গফরগাঁও সড়কে মডেল থানা পুলিশ চেক পোষ্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫২টি বস্তায় দুই হাজার ২৪১ পিস ইন্ডিয়ান শাড়ী কাপড় জব্দ করে। এ সময় নেত্রকোনা জেলার বারহাট্রা থানা এলাকার আক্কাছ আলীর ছেলে স্বপন (২৪) ও মদন উপজেলার নুরুল ইসলামের ছেলে আব্দুল কাইয়ুম (৪২)কে আটক করে।
আটককৃতরা পুলিশকে জানায় ইন্ডিয়ান শাড়ী গুলো তারা চোরাই পথে এনে শহরে নিয়ে আবদুল্লাহ নামে এক ব্যবসায়ীর নিকট বিক্রি করতো।