খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ৩১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2752 বার
এসএম স্বপন: যশোরের বেনাপোল সীমান্তে ১৮ পিস (২ কেজি ১০০ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (৩১ জুলাই) বিকালে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের প্রাইমারি স্কুলের পাশ থেকে এ স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) ও বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, চোরাকারবারিরা ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার করবে, এমন গোপন খবরে, বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তের প্রাইমারি স্কুলের পাশে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুইজন ওই এলাকায় আসলে, তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। পরে আটককৃতদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনের জুতার মধ্যে এবং অপরজনের পায়ের মোজায় মোড়ানো অবস্থায় ১৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। এবং জব্দকৃত স্বর্ণের চালানটি ট্রেজারিতে জমা দেয়া হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।