খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ১৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 7479 বার
এসএম স্বপন: ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
বুধবার (১৪ জুন) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নিজদেবুর, খোরিটোলা গ্রামের হারুন-অর-রশীদের ছেলে আরিফুল ইসলাম (২৭), একই জেলা ও থানার গানদুলিয়া রতনপুর গ্রামের লুৎফুর সরদারের ছেলে মাহমুদুল হাসান সুমন (৩৫), মুরাগাছা, পীরগঞ্জ গ্রামের সহিদুল গাইনের ছেলে আলামিন (৩২), শামছুর রহমানের ছেলে বাদশা (২৯), গোলাম রব্বানী মিস্তিরির ছেলে আবুল কায়ছার (৩৩) ও আতিয়ার মিস্তিরির ছেলে কামাল হোসেন (৩৭)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, অবৈধপথে ভারতে পাড়ি জমিয়ে তারা ভারতের চেন্নাই ও তিরুপুর শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে তাদের কারাদণ্ড দেয়া হয়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও সংস্থা নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হাবীব।