খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ১৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3093 বার
এসএম স্বপন: যশোরের ঝিকরগাছা ও শার্শায় পৃথক দুটি অভিযানে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৮ বোতল ফেনসিডিল সহ ইমরান খাঁন (২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
শুক্রবার (১২ মে) সন্ধ্যায় পর্যন্ত পৃথক দুটি অভিযানে ঝিকরগাছা থানা এলাকা থেকে ইমরানকে আটক করা হয় ও উপজেলার ত্রিমোহনী পাওয়ার হাউজের সামনে থেকে এ ফেনসিডিল উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
আটক ইমরান, পিতা-মফিজুর রহমান, সাং-ফতেপুর (পশ্চিমপাড়া), থানা-ঝিকরগাছা।
ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ঝিকরগাছা থানা এলাকার ফতেপুর সাকিনস্থ জনৈক আবু তোরাব এর মেহগণি বাগানের উত্তর পাশে কাঁচা রাস্তার উপর হইতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইমরানকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৩৬,৬০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই রইচ আহমেদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেছেন।
অপরদিকে, যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় অবস্থায় ২৮ বোতল ফেনসিডিল ও ১টি ডায়াং মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, উপজেলার ত্রিমোহনী পাওয়ার হাউজের সামনে হাইওয়ে রাস্তার উপর থেকে মোটর সাইকেলে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ২৮ বোতল ফেনসিডিল ও ১ টি ডায়াং মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মোটর সাইকেল চালক দৌঁড়ে পালিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।