জাতীয় সংবাদ | তারিখঃ এপ্রিল ২১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5386 বার
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপন হবে।
শুক্রবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এ বছর রোজা ২৯টা হয়েছে। শনিবার বাংলাদেশ ঈদ উল ফিতর উদযাপন করা হবে।
এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে আজ শুক্রবার সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয় এবং ঈদ হয়। এবছরও তার ব্যতিক্রম হলো না।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।