জাতীয় সংবাদ | তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3906 বার
গ্রামের সংবাদ ডেস্ক : পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ইতোমধ্যেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। শুধুমাত্র মঙ্গলবারই (১৮ এপ্রিল) তাদের সঙ্গে ঢাকার বাইরে গেছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি মুঠোফোনের সিমকার্ড। আর এর প্রেক্ষিতে ঢাকায় ঢুকেছে ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩টি মুঠোফোনের সিমকার্ড।
বুধবার (১৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী আরও জানান, ঢাকা ছাড়া সিমের মধ্যে গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪টি, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের রয়েছে ১৮ হাজার ১৯০টি সিমকার্ড।
আর এ সময় ঢাকায় ঢুকেছে সিমের মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০টি, রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩টি, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০টি এবং টেলিটকের রয়েছে ৯ হাজার ৩৫০টি সিমকার্ড।