খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2365 বার
আব্দুল্লাহ আল-মামুন : সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। সেদিন নির্বাচিত ১৬৭ জন এমএলএ এবং ২৯৩ এমপি একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে পরিণত করছিলেন। তাদের নেতৃত্বে এইদিনেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় এবং এ সরকারের ঘোষণাপত্রে ২৬ মার্চ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে শার্শা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, কুষ্টিয়ার মাটিতেই ১৯৭১ সালের ৩ মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। ওই দিন কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের জনসভায় লাল সবুজের ছয়টি তারা খচিত একটি পতাকা স্বাধীন বাংলার পতাকা হিসাবে উড়িয়ে দেয়া হয়। ২৩ মার্চ কুষ্টিয়া হাইস্কুল মাঠে পুনরায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন প্রমুখ।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও বক্তৃতা অনুষ্ঠিত হয়। বিজয়ী মাঝে পুরুস্কার বিতরন করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
এ সময় প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অর্থ সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন অসহায় ও দুস্থদের মাঝে বিতরন করেন।
এ দিন দুপুরে নাভারন বাজারে দুস্থ ও প্রতিবন্ব্দি শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।