নিজস্ব প্রতিবেদক : নিজ হাতে গড়া সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চির শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার বাদ জুমা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে জুমার পর পিএইচএ মাঠে তার পঞ্চম জানাজা শেষে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষবারের মতো শ্রদ্ধায় সিক্ত করেন ডা. জাফরুল্লাহকে। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। পরবর্তীতে দুপুর ২:৩০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।

জীবিত থাকা অবস্থায় দেহদানের কথা বলে গেছেন জাফরুল্লাহ। কিন্তু তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ঢাকা মেডিকেল ও গণস্বাস্থ্য কেন্দ্রে দেহদানের করতে চাইলে জাফরুল্লাহর প্রতি সম্মান দেখিয়ে তারা জানান, মেডিকেলের জন্য এই দুই হাসপাতালের কেউ তার লাশে ছুরি লাগাতে রাজি নন। পরবর্তীতে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করার সিদ্ধান্ত নেয় তার পরিবার।

গত ১১ এপ্রিল রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের চিকিৎসা জগতের এই মহান পুরুষ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয়।