জাতীয় সংবাদ | তারিখঃ এপ্রিল ১০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2025 বার
নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে নির্বাহী আদেশে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার ঈদের ছুটি মিলছে পাঁচ দিন।
সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রভণ যেন স্মুথ হয়।
এবার রোজা ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার। সে হিসেবে ঈদে সরকারি ছুটি ছিল ৩ দিন। এ ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করল সরকার। এখন সব মিলিয়ে ঈদে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি মিলছে।
আর রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল রবিবার সে ক্ষেত্রে ছুটি আরও বেড়ে যাবে।