খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ মার্চ ২১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 8619 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ সবুজ বিপ্লবের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সবুজ বিপ্লব এর সভাপতি মো. মেহেদী হাসান মিঠু’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা জাসদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শেখ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ কুমার ঘোষ, উপজেলা জাসদের সভাপতি আবুল কাশেম, সবুজ বিপ্লবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ বিপ্লবের সাংগঠনিক সম্পাদক মশরেফুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, পরিবেশ বাঁচাতে আমাদের সবুজ বাংলাদেশ বানাতে হবে। বহির্বিশ্বের মানুষ যখন আমাদের দেশে আসে তারা আমাদের চারিদিকে সবুজ আর সবুজ দেখে খুশি হয়। সুন্দরবন আমাদের একটি অহংকার। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশি বেশি গাছ লাগানোর মধ্য দিয়ে সবুজের বিপ্লব ঘটাতে হবে।