খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2667 বার
আব্দু্ল্লাহ আল-মামুন : যশোরের নাভারন সাতক্ষিরা মোড়ে বিজিবি’র অভিযানে যাত্রী পরিবহন থেকে ৭,৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৯টায় বিজিবি সদস্যরা শার্শার নাভারন-সাতক্ষিরা মোড়ে বাবলু পরিবহন নামে এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে একটি পরিত্যাক্ত ব্যাগ উদ্ধার করে তল্লাশী চালালে ৭,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক হয়। আমড়াখালী চেকপোস্টের একটি চৌকষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।
আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সুবেদার আহাদ আলীর নেতৃত্বে সাতক্ষিরা হতে যশোরগামী বাবলু পরিবহনের একটি (যার নম্বর খুলনা মেট্রো জ-১১-০১২৪) বাস তল্লাশি করে বাসের ভিতর থেকে এ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি‘র উপস্থিতি বুঝতে পেয়ে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে মাদক ব্যবসায়ি নেমে যায়।
আটককৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।