খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3895 বার
নিজস্ব প্রতিবেদক : বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত ১৪টি বিল্ডিং স্ট্রাকচার চুরির দায়ে দুই চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা।
বুধবার (২২ ফেব্রুয়ারী) ভোর রাতে বেনাপোল স্থলবন্দরের টিটিআই মাঠ থেকে চুরির যাওয়ার ঘটনায় তাদেরকে আটক করা হয়
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের কিনু শেখের ছেলে সাজু শেখ (৩৫) ও ভবেরবেড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইছাহক আলী (৩২)।
পিসি সাকিব জানান, পণ্য চুরির অভিযোগে আটকৃতদেরকে বেনাপোল স্থলবন্দরের ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বেনাপোল ছোটআঁচড়া গ্রামের এক পরিত্যক্ত ডোবা থেকে চট্টগ্রামের শাহ্ সিমেন্ট কারখানার ভারত থেকে আমদানিকৃত ১৪টি বিল্ডিং স্ট্রাকচার উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।