স্টাফ রিপোর্টার : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়ার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সেরা সংগঠক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক এস এম হাসানুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান বাবু। অনুষ্ঠানে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রোভার রাজিবের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এস আহমেদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন রঘুনাথনগর কলেজের সহকারী অধ্যাপক ও স্বপ্নছোঁয়া সংগঠনের উপদেষ্টা মোঃ সোহরাব হোসেন, রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলতাপ হোসেন, পানিসারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসনাহেনা খাতুন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য নাহিদ হাসান উজ্জ্বল, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, সাংগঠনিক সম্পাদক ইস্কানদার হোসেন সহ আরো অনেকে। উল্লেখ্য, স্বপ্নঁছোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রবাসী তরিকুল ইসলামকে সেরা সংগঠক হিসেবে উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নিজেদের সেভাবে গড়ে তোলার মানসিকতা নিয়ে লেখাপড়া শেখার আহবান জানান।