খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3437 বার
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার: যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত ঝুকিপূর্ণ গাছ অপসারন সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপসচিব, সড়ক ও জনপদ বিভাগের এস্টেট আইন কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খাঁন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সড়ক ও জনপদ বিভাগ রাজশাহী অঞ্চলের বৃক্ষ পালনবিদ বিভাগের নির্বাহী বিপ্লব কুন্ড, পরিবেশ অধিদপ্তরের ডিডি, যশোর জেলা পরিষদের নির্বাহী মোঃ আসাদুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা জি, এম মোঃ কবির, নবাগত বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম , যশোর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, বৃক্ষপালন খামার কর্মকর্তা মোঃ মারজানউজ্জামান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, ঝিকরগাছা বি এম হাইস্কুলের প্রধান শিক্ষক আ: সামাদ, ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান বাবু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভাশেষে সরেজমিনে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে থাকা মৃত ও ঝুকিপূর্ণ গাছ পরিদর্শন করেন অথিতিবৃন্দরা এবং যতদ্রুত সম্ভব গাছ কাটার বিপরীতে যে মামলা আছে সেটির মিমাংসা করে ঝুকিপূর্ণ গাছগুলো অপসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।