জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ জানুয়ারি ১২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 4752 বার
সনতচক্রবর্ত্তী: ফরিদপুর জেলার ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে চারদিকে। ঘন কুয়াশার কারণে সকাল বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে বিভিন্ন যানবাহন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বছরের প্রথম মাসে এমন ঘন কুয়াশার মুখোমুখি বোয়ালমারী উপজেলারবাসী।জেলায় আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
আজ ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে ফরিদপুর জেলার মানুষ । বেলা ১১টার পর সূর্যের দেখা মিললেও তীব্রতা বা প্রখরতা তেমন দেখা যায় না। সকালে রাস্তায় যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। দেখা দিয়েছে কাজের সংকট।
ঘন কুয়াশায়র মধ্যেই জীবিকার তাগিদে কাজের সন্ধানে বের হচ্ছেন সাধারণ শ্রমিকরা। আর গরম কাপড়ের অভাবে কাজে পৌঁছাতে দেরি হচ্ছে তাদের।
সড়ক পথেও দ্রুত গতি সম্পন্ন যানবাহন চলাচলে ভীষণ বিড়ম্বনা দেখা দিয়েছে। এ কারণে ভোর সকাল থেকে ঘন কুয়াশায় কারণে দিনের অনেকটা সময় যানবাহন ধীরে ধীরে চলাচল করতে দেখা যায়। এতে করে সড়কের অনেক স্থানে যানজটের দীর্ঘ লাইন দেখা যায়। তবে বেলা গড়িয়ে দুপুর হতেই সূর্যের আলো তীব্র হতেই কুয়শা কাটতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জেলায় শৈত্যপ্রবাহ বা মৃদু শৈত্যপ্রবাহ তেমন নেই। তাপমাত্রাও বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে রাত থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিকে।