খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2618 বার
স্টাফ রিপোর্টার ঃ শার্শার কায়বা, রাজনগর, উলাকোল ও খাসখালি মৌজার কাগজপত্র দেখিয়ে বড় মান্দারতলা মৌজায় প্রায় ৭০ বিঘা জমি জবর দখল করে ভোগ দখল করছে বলে অভিযোগ উঠেছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, শার্শার বড় মান্দারতলা গ্রামের নুরবক্স নামে এক ব্যাক্তি ভারত থেকে বিনিময় মাধ্যমে উক্ত বসবাস শুরু করে। তার মৃত্যুর পর উক্ত গ্রামের একটি সংখ্যা লঘু পরিবার কায়বা, রাজনগর, উলাকোল ও খাসখালি মৌজার কাগজপত্র দেখিয়ে ’৯০ রেকর্ডে তাদের নামে রেকর্ড করিয়ে নেয়। পরবর্তিতে উক্ত জমি জবর দখল পুর্বক সেটেলেমেন্ট অফিসে মোটা অংকের টাকার বিনিময়ে জমির নামপত্তন করে। নুরবক্সের ওয়ারিশদের জানায় তারা জমি দলিলসুত্রে ক্রয় করেছেন। তারা যে দলিল দেখায় তাতে দেখা যায় কায়বা, রাজনগর, উলাকোল ও খাসখালি মৌজার জমি ক্রয় করেছেন।
সম্প্রতি ভিটাবাড়ির মধ্যে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আসল ঘটনা বেরিয়ে আসে। উক্ত সংখ্যালঘু পরিবার তাদের জমাজমির কোন কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। এ ব্যাপারে হারুনুর রশিদ জমির কাগজপত্রাদি সংগ্রহ করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আদালত সিআইডির তদন্তাধিন। চলবে।