চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ নভেম্বর ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 877 বার
নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপবাজারে অবস্থিত১৯ নভেম্বর শনিবার সকালে লাইফ সাইন স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করা হয়েছে।
লাইফ সাইন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিতা সভাপতি প্রফেসর মোঃ কামাল হোসেনর আয়োজনে ও লাইফ সাইন স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মোঃ খুরশেদ আলমের সহযোগিতায় বিশিষ্ট সমাজ সেবক ইনসার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিওটি দ্যা ইউনিভার্সিটি অব কুমিল্লা প্রফেসর মোঃ জিয়াউল করিম উজ্জ্বল, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ আলমগীর রেজা, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমল কহ বাদশা, মাওলানা আলহাজ্ব মো মামুনুর রশিদ,জামবাড়িয়া ডিগ্রি কলেজে প্রিন্সিপাল সাহাব উদ্দিন, রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় বক্তৃতারা বলেন “এ অঞ্চলে লাইফ সাইন স্কুল এন্ড কলেজ হবে আলোর দিশারী। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এই এলাকার সন্তানেরা একদিন আলোকিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই আমাদের সকলের উচিৎ এ প্রতিষ্ঠানটিকে আরো আধুনিক করে গড়ে তোলা। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে”। “বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন কোমল-মতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। একটি যুগোপযুগী শিক্ষানীতি প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষাকে একটা শৃংখলায় নিয়ে আসা হয়েছে। শুধু জ্ঞান অর্জন করলেই চলবেনা। আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষায় প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। দেশ থেকে দারিদ্র, নিরক্ষরতা দুর করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে”। এসময় তিনি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সার্বিক ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।