জেলার খবর, রাজনীতি, সিলেট, সিলেট বিভাগ | তারিখঃ নভেম্বর ১৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 12244 বার
নিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে আজ সিলেটে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। নানান প্রতিকূলতার মধ্যেও সমাবেশে পাঁচ লাখ লোকের জমায়েতের টার্গেট নিয়েছে দলটি।
আজ শনিবার দুপুর ২টায় সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।
এদিকে সিলেট বিভাগীয় সমাবেশে অতীতের সব রেকর্ড ভাঙতে চায় দলটির নেতাকর্মীরা। বিভাগের সব জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। ধর্মঘটের কথা মাথায় রেখে নেতাকর্মীদের সমাবেশে আনার জন্য বিকল্প যানবাহনের ব্যবস্থা ও তাদের রাত্রযাপনের জন্য নগরীর কমিউনিটি সেন্টার এবং প্রবাসীদের বাড়িসহ নানামুখী পদক্ষেপ নেয় দলটি।
অপরদিকে মূলমঞ্চ ছাড়া বাকি তিন পাশে যে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয় এতে প্রতিটি জেলার জন্য ভিন্ন ভিন্ন ক্যাম্প তৈরি করা হয়। যারা আগে চলে এসেছেন তাদের মধ্যে অনেকেই এই ক্যাম্পে অবস্থান করেন, তাদের খাওয়া দাওয়ার জন্য মাঠের মধ্যেই রান্নার ব্যবস্থা করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, সিলেট বিভাগীয় সমাবেশে যেন নেতাকর্মীদের উপস্থিতি কম হয় সে জন্য সব ধরনের প্রক্রিয়া গ্রহণ করেছে ক্ষমতাশীল দল। পুলিশ পুরনো মামলা দেখিয়ে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। আবার আটক করে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
সিলেট বিভাগের দায়িত্বরত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান ঢাকা টাইমসকে বলেন, সমাবেশের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যেন লোকজন কম হয় এ জন্য যত প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় সরকারি দল তাই করছে। আমরা আশা করছি, সব প্রতিকূলতা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত হবেন।
তিনি বলেন, যে সমাবেশগুলো সম্পন্ন হয়েছে সেখানে নানা প্রতিকূলতার মধ্যেই মানুষ উপস্থিত হয়েছে। সিলেটেও উপস্থিত থাকবেন। সমাবেশগুলো এখন শুধু বিএনপির মধ্যেই সীমাবদ্ধ নেই, যেসব সাধারণ মানুষ সীমাহীন কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তারাও সমাবেশে উপস্থিত হচ্ছেন। এজন্যই সমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে।
সিলেট গণসমাবেশে ৪ থেকে ৫ লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
এদিকে সমাবেশে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশের মঞ্চের ডান পাশে বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠনটি বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে একটি ক্যাম্প স্থাপন করে। সেখান থেকে বিনামূল্যে নেতাকর্মীদের ওষুধ বিতরণ করা হচ্ছে।
গতকাল রাতেই সিলেট মহানগরীতে পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।
দলীয় সুত্রে জানা গেছে, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।
এরই অংশ হিসেবে ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে বিএনপি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় হবে দলটির মহাসমাবেশ।