আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি: “নারীর স্বাস্থ্য সেবা ও সচেতনতামুলক কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাকঁড়া এসএমপিকে স্কুলে সুবিধাবঞ্চিত মেয়েদের পাশে দাঁড়ালো যশোর কমিউনিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) উক্ত স্কুলের ১২০ জন ছাত্রীর হাতে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও যশোর কমিউনিটি ও এসএমপিকে স্কুলের ভেতর একটি সমঝোতা চুক্তি MoU স্বাক্ষরিত হয়েছে।

এস এম পি কে বিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক নারীর স্যানিটেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ছাত্রীদের সাথে আলোচনা করেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যশোর কমিউনিটির আয়োজনে ১২০ জন মেয়ের ১ বছরের স্যানিটারি কিটের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। প্রতি তিন মাস অন্তর ৩ মাসের জন্য প্রয়োজনীয় কিট তাদের কাছে পৌঁছে দেয়া হবে।

উক্ত অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষকবৃন্দের সাথে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটির সহ-সভাপতি নিবেদিতা দত্ত, সহ-সভাপতি মোঃ জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ কাকলি আলমগীর, সাংগঠনিক সম্পাদক সনজিৎ চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক জেবা তাসনিয়া আঁচল, প্রচার সম্পাদক জোনাকি রহমান সহ আরও অনেকে।