১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টুয়েন্টি ক্রিকেটের জমজমাট ফাইনাল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ১৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি৷।খাগড়াছড়িতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে একযোগে এ দুটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনাপূর্ণ জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি সদর উপজেলা ও দীঘিনালা উপজেলা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

নির্ধারিত ২০ ওভারের খেলায় দীঘিনালা উপজেলা প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে খাগড়াছড়ি সদর উপজেলা ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়। ফলে ৮ রানের ব্যবধানে খাগড়াছড়ি সদর উপজেলাকে পরাজিত করে দীঘিনালা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন দীঘিনালা উপজেলার আনোয়ারুল আবেদিন কায়েস। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তন্ময়। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে (৬টি করে উইকেট) যৌথভাবে নির্বাচিত হন তন্ময় ও সাকিব।

অপরদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি সদর উপজেলা ও মাটিরাঙ্গা উপজেলা। নির্ধারিত সময়ের প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায়।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা দেখা দেয় এবং একপর্যায়ে মারামারির ঘটনাও ঘটে। পরে টিম ম্যানেজমেন্ট ও আয়োজক কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ২০ মিনিট বিরতির পর পুনরায় খেলা শুরু হলেও দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোলের দেখা পায়নি।

শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে মাটিরাঙ্গা উপজেলা ৫-৪ গোলে খাগড়াছড়ি সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন উশ্যি মারমা (৩টি গোল)। সেরা খেলোয়াড় নির্বাচিত হন খাগড়াছড়ি সদর উপজেলার রাসেল ত্রিপুরা (এক ম্যাচে ৩ গোল)। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাটিরাঙ্গা উপজেলার মো. শরীফ হোসেন। সেরা গোলকিপার নির্বাচিত হন খাগড়াছড়ি পৌরসভার তানি অং মারমা।

এ টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ক্রিকেটে ১০টি দল ও ফুটবলে ১০টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন,“ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা শেখায়। ক্রীড়াচর্চার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। খাগড়াছড়ির তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত। ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে আরও বড় পরিসরে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম,জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর-রশিদ, খাগড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।

এছাড়াও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটি’র সদস্য নজরুল ইসলাম,জ্যোতিষ বসু ত্রিপুরা,মো. আনিসুল আলম আনিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও টি-টুয়েন্টি ক্রিকেটের জমজমাট ফাইনাল

আপডেট: ০৯:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি৷।খাগড়াছড়িতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে একযোগে এ দুটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনাপূর্ণ জেলা প্রশাসক গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি সদর উপজেলা ও দীঘিনালা উপজেলা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

নির্ধারিত ২০ ওভারের খেলায় দীঘিনালা উপজেলা প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে খাগড়াছড়ি সদর উপজেলা ৭ উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়। ফলে ৮ রানের ব্যবধানে খাগড়াছড়ি সদর উপজেলাকে পরাজিত করে দীঘিনালা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন দীঘিনালা উপজেলার আনোয়ারুল আবেদিন কায়েস। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তন্ময়। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে (৬টি করে উইকেট) যৌথভাবে নির্বাচিত হন তন্ময় ও সাকিব।

অপরদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি সদর উপজেলা ও মাটিরাঙ্গা উপজেলা। নির্ধারিত সময়ের প্রথমার্ধে উভয় দল ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায়।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা দেখা দেয় এবং একপর্যায়ে মারামারির ঘটনাও ঘটে। পরে টিম ম্যানেজমেন্ট ও আয়োজক কমিটির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় ২০ মিনিট বিরতির পর পুনরায় খেলা শুরু হলেও দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোলের দেখা পায়নি।

শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে মাটিরাঙ্গা উপজেলা ৫-৪ গোলে খাগড়াছড়ি সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন উশ্যি মারমা (৩টি গোল)। সেরা খেলোয়াড় নির্বাচিত হন খাগড়াছড়ি সদর উপজেলার রাসেল ত্রিপুরা (এক ম্যাচে ৩ গোল)। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাটিরাঙ্গা উপজেলার মো. শরীফ হোসেন। সেরা গোলকিপার নির্বাচিত হন খাগড়াছড়ি পৌরসভার তানি অং মারমা।

এ টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ক্রিকেটে ১০টি দল ও ফুটবলে ১০টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন,“ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা শেখায়। ক্রীড়াচর্চার মাধ্যমে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। খাগড়াছড়ির তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত। ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে আরও বড় পরিসরে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম,জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর-রশিদ, খাগড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।

এছাড়াও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটি’র সদস্য নজরুল ইসলাম,জ্যোতিষ বসু ত্রিপুরা,মো. আনিসুল আলম আনিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।