০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে ২ শতাধিক রোগী পেলেন সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সহায়তা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৫২

খাগড়াছড়ি প্রতিনিধি৷। খাগড়াছড়ির মহালছড়ি জোনের আওতাধীন দুর্গম গোয়ামাহাট পাড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে মোট ২৪৭ জন অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত থেকে রোগীদের সেবা দেন মহালছড়প জোনের ৫ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন স্পেশালিষ্ট মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও বায়োলজিস্ট ক্যাপ্টেন মোহাম্মদ বোরহান উদ্দিন।। দক্ষ ও অভিজ্ঞ এই চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে রোগ নির্ণয়, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবার আওতায় সাধারণ ও জটিল বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, স্ত্রীরোগজনিত সমস্যা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথাসহ নানা স্বাস্থ্যগত জটিলতা।

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকেন। সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প তাদের জন্য ছিল আশীর্বাদস্বরূপ। চিকিৎসা নিতে আসা রোগীরা আন্তরিক সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের মাঝে আস্থা, ভরসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে ২ শতাধিক রোগী পেলেন সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সহায়তা

আপডেট: ০৯:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি৷। খাগড়াছড়ির মহালছড়ি জোনের আওতাধীন দুর্গম গোয়ামাহাট পাড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে মোট ২৪৭ জন অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত থেকে রোগীদের সেবা দেন মহালছড়প জোনের ৫ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন স্পেশালিষ্ট মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও বায়োলজিস্ট ক্যাপ্টেন মোহাম্মদ বোরহান উদ্দিন।। দক্ষ ও অভিজ্ঞ এই চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে রোগ নির্ণয়, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবার আওতায় সাধারণ ও জটিল বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, স্ত্রীরোগজনিত সমস্যা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথাসহ নানা স্বাস্থ্যগত জটিলতা।

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকেন। সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প তাদের জন্য ছিল আশীর্বাদস্বরূপ। চিকিৎসা নিতে আসা রোগীরা আন্তরিক সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের মাঝে আস্থা, ভরসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।