০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

প্রকৃতি টিম ও WRT সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৫২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে প্রকৃতি টিম (Nature Team) এবং ওয়াটার রিস্ক টিম (WRT) সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। পরিবেশ আইন, এর বাস্তব প্রয়োগ, পরিবেশগত ঝুঁকি চিহ্নিতকরণ, মনিটরিং এবং তথ্যভিত্তিক প্রতিবেদন প্রস্তুতির ওপর ছিল এই প্রশিক্ষণের মূল গুরুত্ব।

বুধবার (১০ ডিসেম্বর) জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউসের কনফারেন্স রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের BECRR প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা। তিন ব্যাচে মোট ৯০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

পরিবেশ সুরক্ষায় প্রশিক্ষিত মাঠদলের প্রস্তুতি:
জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, বন উজাড়, ভূমিধসসহ পাহাড়ি অঞ্চলের জটিল পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও সচেতন টিম গড়ে তুলতেই এই উদ্যোগ। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে প্রকৃতি টিম ও WRT সদস্যরা পরিবেশগত ঝুঁকি শনাক্ত, তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে বিশ্লেষণ এবং দ্রুত রিপোর্ট প্রস্তুত করতে আরও দক্ষ হয়ে উঠবেন।

বাংলাদেশ সরকার ও কানাডার সহযোগিতায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)–এর উদ্যোগে পরিচালিত Ecosystems Restoration and Resilient Development in Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিবেশ আইন, আইন প্রয়োগের ক্ষেত্র, মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং, তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রস্তুতকরণ বিষয়ে হাতে–কলমে নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জীববৈচিত্র্য রক্ষা, বন পুনরুদ্ধার, জলাধার ও নদী সুরক্ষা, এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনায় নেচার টিম ও WRT-এর মাঠপর্যায়ের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ERRD প্রকল্পের লক্ষ্য—পাহাড়ের ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষা:
আয়োজকরা বলেন, পার্বত্য অঞ্চলের ভঙ্গুর প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনায় তুলনামূলকভাবে প্রশিক্ষিত টিম অত্যন্ত জরুরি। ERRD–CHT প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে; আর নেচার টিম ও WRT সদস্যরা মাঠপর্যায়ে এই প্রচেষ্টার অন্যতম চালিকাশক্তি হবে।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তা, নেচার টিম সদস্য এবং পরিবেশ–বিষয়ক মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

প্রকৃতি টিম ও WRT সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ

আপডেট: ০৮:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে প্রকৃতি টিম (Nature Team) এবং ওয়াটার রিস্ক টিম (WRT) সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। পরিবেশ আইন, এর বাস্তব প্রয়োগ, পরিবেশগত ঝুঁকি চিহ্নিতকরণ, মনিটরিং এবং তথ্যভিত্তিক প্রতিবেদন প্রস্তুতির ওপর ছিল এই প্রশিক্ষণের মূল গুরুত্ব।

বুধবার (১০ ডিসেম্বর) জেলা সদরের মিলনপুর হিলটপ গেস্ট হাউসের কনফারেন্স রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। খাগড়াছড়ি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের BECRR প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা। তিন ব্যাচে মোট ৯০ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

পরিবেশ সুরক্ষায় প্রশিক্ষিত মাঠদলের প্রস্তুতি:
জলবায়ু পরিবর্তন, নদী দূষণ, বন উজাড়, ভূমিধসসহ পাহাড়ি অঞ্চলের জটিল পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও সচেতন টিম গড়ে তুলতেই এই উদ্যোগ। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে প্রকৃতি টিম ও WRT সদস্যরা পরিবেশগত ঝুঁকি শনাক্ত, তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে বিশ্লেষণ এবং দ্রুত রিপোর্ট প্রস্তুত করতে আরও দক্ষ হয়ে উঠবেন।

বাংলাদেশ সরকার ও কানাডার সহযোগিতায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (MoCHTA) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)–এর উদ্যোগে পরিচালিত Ecosystems Restoration and Resilient Development in Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিবেশ আইন, আইন প্রয়োগের ক্ষেত্র, মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং, তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রস্তুতকরণ বিষয়ে হাতে–কলমে নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে জীববৈচিত্র্য রক্ষা, বন পুনরুদ্ধার, জলাধার ও নদী সুরক্ষা, এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনায় নেচার টিম ও WRT-এর মাঠপর্যায়ের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ERRD প্রকল্পের লক্ষ্য—পাহাড়ের ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষা:
আয়োজকরা বলেন, পার্বত্য অঞ্চলের ভঙ্গুর প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং টেকসই সম্পদ ব্যবস্থাপনায় তুলনামূলকভাবে প্রশিক্ষিত টিম অত্যন্ত জরুরি। ERRD–CHT প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে; আর নেচার টিম ও WRT সদস্যরা মাঠপর্যায়ে এই প্রচেষ্টার অন্যতম চালিকাশক্তি হবে।

দিনব্যাপী কর্মশালায় প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তা, নেচার টিম সদস্য এবং পরিবেশ–বিষয়ক মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।