দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে: জেলা প্রশাসক আনোয়ার সাদাত
- আপডেট: ০৫:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৪৭

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে পৌর টাউন হলের সামনে মানববন্ধনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন,“দুর্নীতি এমন এক ব্যাধি যার রূপ বৈচিত্র্যময়—কেউ ‘এ প্লাস’, কেউ ‘বি প্লাস’, আবার কেউ ‘সি’ পর্যায়ের দুর্নীতির সঙ্গে যুক্ত। এই অনিয়ম কেবল সরকারি দপ্তরেই সীমাবদ্ধ নয়; সমাজের নানা ক্ষেত্রেও এর বিস্তৃতি রয়েছে। তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।”
তিনি আরও বলেন,“দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ প্রজন্ম যদি সৎ জীবন, নৈতিকতা ও জবাবদিহির চেতনায় গড়ে ওঠে—তাহলেই একটি স্বচ্ছ রাষ্ট্র নির্মাণ সম্ভব। আমরা এমন বাংলাদেশ গড়তে কাজ করছি, যেখানে দুর্নীতির কোনো ‘এ প্লাস’, ‘বি প্লাস’ বা ‘সি প্লাস’ থাকবে না। খাগড়াছড়ির প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি শূন্যে নামিয়ে আনা আমাদের অঙ্গীকার।”
পরিবার থেকেই সততার শিক্ষা গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, “সৎ পরিবার সৎ নাগরিক তৈরি করে, আর সৎ নাগরিকই পারে দেশকে দুর্নীতিমুক্ত করতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, দুদক রাঙামাটির সহকারী পরিচালক রাজু আহমেদ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসীম উদ্দিন মজুমদার।
বক্তারা বলেন, দুর্নীতির মূলোৎপাটনে জনসচেতনতা বৃদ্ধি, সততার চর্চা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। তারা দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক শক্তিতে রূপ দিতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।





















