তারুণ্যের উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ১০ দিনব্যাপী সেপাক টাকরো প্রশিক্ষণ শুরু
- আপডেট: ০৫:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৩১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।
তারুণ্যের উৎসব উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহযোগিতায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী সেপাক টাকরো প্রশিক্ষণ কর্মসূচি।
পাহাড়ের তরুণ-তরুণীদের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্নকে এগিয়ে নিতে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন, ক্রীড়া বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আহবায়ক মো. মাহাবুব আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে ছেলে ও মেয়ে—দুই বিভাগে মোট ৪০ জন প্রশিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক সক্ষমতা, দক্ষতা বৃদ্ধি ও সেপাক টাকরো খেলায় ভবিষ্যৎ তারকা গড়ে তোলাই মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন।
স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং জাতীয় দলে খেলোয়াড় সরবরাহের সম্ভাবনাকে সামনে রেখে এ আয়োজন ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।





















