বিনামূল্যে মাথা ন্যাড়া! খাগড়াছড়িতে লাইফ স্টাইল সেলুনের ব্যতিক্রমী সূচনা
- আপডেট: ১২:১৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৩২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক;খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে উদ্বোধন হলো ‘লাইফ স্টাইল সেলুন’- আর শুরুতেই দারুণ এক চমক! এখানে যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে মাথা ন্যাড়া করতে পারবেন। কোনো টাকা-পয়সা নয়- শুধু ইচ্ছে হলেই মাথা ন্যাড়া পরিষেবা উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে সেলুন কর্তৃপক্ষ।
নতুন এই সেলুনে স্বল্প খরচে ছেলেদের এবং ছোট্ট বাচ্চাদের চুল কাটার পাশাপাশি বিভিন্ন ধরণের ফেশিয়ালসহ আধুনিক গ্রুমিং সেবা অত্যন্ত যত্নসহকারে প্রদান করা হবে বলেও জানান উদ্যোক্তারা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে শহরের নারিকেল বাগান এলাকার তৈয়ব সিটি সেন্টারের নিচতলায় ‘লাইফ স্টাইল সেলুন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বত্বাধিকারী মো. এনাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা।
এ সময় সেলুনের আরেক স্বত্বাধিকারী আরাফাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুলভ মূল্য, আধুনিক সেবা আর ব্যতিক্রমী আয়োজনে ইতোমধ্যেই আলোচনায় এসেছে লাইফ স্টাইল সেলুন- খাগড়াছড়িবাসীর জন্য যা হতে পারে একটি নতুন গ্রুমিং ঠিকানা।





















