১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল মানুষের মাঝে ঢেউটিন বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৪৮

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঢেউটিন তুলে দেন জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। ঘর মেরামত ও বসবাস উপযোগী করতে এই সহায়তা তাদের কিছুটা হলেও উপকারে আসবে।”

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

মানবিক এই সহায়তা কর্মসূচি জেলার অসহায় পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল মানুষের মাঝে ঢেউটিন বিতরণ

আপডেট: ০৪:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঢেউটিন তুলে দেন জেলা পরিষদের সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মো. মাহাবুব আলম। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। ঘর মেরামত ও বসবাস উপযোগী করতে এই সহায়তা তাদের কিছুটা হলেও উপকারে আসবে।”

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাদল বড়ুয়া সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

মানবিক এই সহায়তা কর্মসূচি জেলার অসহায় পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।