“Anonymous Main Page” মূলত একটি স্ক্যাম পেজ
- আপডেট: ১১:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২৯৬

“Anonymous Main Page” মূলত একটি স্ক্যাম পেজ । সম্প্রতি architectrual Error এর কারণে একটি স্কুল ভেঙ্গে পড়বে বলে তারা একটি পোস্ট করে। পরবর্তীতে বিমান ক্র্যাশ এর সাথে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করা এর বাহিরে কিছু না সাথে তাদের পেজ গুলোতে কিছু ফলোয়ার বাড়িয়ে নেওয়া। আমরা তাদের IP গুলো সনাক্ত করতে সক্ষম হয়েছি। এদের পুরো চক্র আফ্রিকা থেকে এইসব ভুয়া পেজ গুলো অপারেট করে। সবাই এই পেজ গুলো এড়িয়ে চলবেন।
মূলত Architecture Error এর কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা একটি পোস্ট করে।
পরবর্তীতে বিমান Clashes এর সাথে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। তাদের মূল Agenda হচ্ছে গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করা এর বাহিরে কিছু না সাথে তাদের পেজ গুলোতে কিছু ফলোয়ার বাড়িয়ে নেওয়া ।
আব্দুল্লাহ আল জাবের-
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ



























