সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ১৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আপডেট: ০৮:৪২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১৮৮

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে (জুন-২০২৫) মাসে প্রায় ১৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ জুন) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সদরের রঙ্গারচর ইউনিয়নে সোমবার ভোররাতে চালানো বিশেষ অভিযানে ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস ও ২ হাজার ১২০ পিস ভারতীয় চকলেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
তিনি আরও জানান, শুধু জুন মাসেই বিভিন্ন সময় বিজিবির অভিযানে মোট ১৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি চলছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”
এই অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, ২ জন পুলিশ সদস্য এবং বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ ১৬ জন বিজিবি সদস্য অংশ নেন।





















