যশোরের বড় বাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
সাব্বির হোসেন, যশোরঃ যশোরের বড় বাজার এলাকার হাটচান্নি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার কিছু পর ‘শফির সুতো বশির’ নামের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটি থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
ঘটনার পর পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।