স্বেচ্ছাসেবী সংগঠন (বসুন্দিয়া মোড়) ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
সাঈদ ইবনে হানিফ : যশোরের বসুন্দিয়ায় বিনামূল্যে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
৫ই মে সকাল সাড়ে ১০টায় বসুন্দিয়ার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ আবু তাহের, সহকারী প্রধান শিক্ষক মোঃ তুহিন সিকদার, মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মুরাদ হোসেনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস, মোঃ মহিদুল ইসলাম, মোঃ ইকরামুল ইসলাম ও ফয়সাল মাহমুদ।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম ও মিরাজ হোসেন। এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে সংগঠনটি বিনামূল্যে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে।
এসময় সংগঠনের সদস্যরা বলেন, বসুন্দিয়া অঞ্চলের যে কোন মানুষ কে বিনামূল্যে রক্তদান সহ যে কোন ধরনের স্বেচ্ছাশ্রম দিয়ে তাদের পাশে থাকতে চাই সংগঠন টি।