এসএম স্বপন: শার্শায় ০১ টা বিদেশি সচল পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধারসহ

মোঃ মনিরুল ইসলাম (৩৬) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর।

রবিবার (০৮ অক্টোবর) ভোর রাতে শার্শা থানার টেংরার মাকলার বিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানার রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।

ডিবি জানায়, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক দ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানার জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় টেংরা সাকিনস্থ মাকলার বিল চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মনিরুলকে ০১ টা বিদেশি সচল পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান এসআই রইচ আহমেদ।