সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদযাপন করলো সেচ্ছাসেবী সংগঠন “টিম পজেটিব বাংলাদেশ।

শনিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সেচ্ছাসেবী সংগঠন “টিম পজেটিব বাংলাদেশ”ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আয়োজনে ২ শতাধিক শিশু, কিশোর, যুবকদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো: গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলীম খান, মো: সুমন রাফি সমাজ সেবক, মো: মেহেরাব হাচান সদস্য টিম পজিটিভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, জাহিদুল হক মোল্লা সমাজ সেবক, রাফি ইসলাম সেচ্ছাসেবী টিম পজিটিভ বাংলাদেশ আলফাডাঙ্গা উপজেলা।

বিশেষ অথিতি সুমন রাফি বলেন, ‘প্রতিটি শিশু, কিশোর, যুবক সবার সমান অধিকার রয়েছে এই পৃথিবীর কাছে। সবাই রক্তের গ্রুপ নির্ণয় সত্যিই একটি প্রয়োজনীয় উদ্যোগ। আমরা সুন্দর একটা দেশ চাই। সবাইকে আহ্বান করবো সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে আসার জন্য। আমাদের সুন্দর পৃথিবী গড়তে এটি খুব প্রয়োজন।’