শার্শায় ধানক্ষেত থেকে ২টি দেশীয় পাইপ গান উদ্ধার
যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর এলাকায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই (নিঃ) হুসাইন মুহম্মদ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এসআই ইমদাদুল হক বসতপুর ১ নম্বর কলোনীর তালতলা মাঠে আজিজুর রহমান (৩০), পিতা মৃত জহির উদ্দিনের ধানক্ষেতে অভিযান চালান। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে ধানক্ষেতের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপ গান উদ্ধার করা হয়। একটি পাইপগানের দৈর্ঘ্য ২ ফুট এবং অপরটি দুই খণ্ডে বিভক্ত, যার মোট দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি।
উদ্ধারকৃত অস্ত্র দুটি জব্দ তালিকা অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৩৫৭, তারিখ ১৫/০৪/২০২৫ ইং।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা অস্ত্রগুলো ফেলে গেছে তা জানতে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।