যশোর রেলস্টেশনে ছিনতাই: রেলের এটিএস ছুরিকাহত
সাব্বির হোসেন: যশোর রেলস্টেশনের পাশেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন নকশী কাঁথা ট্রেনের সহকারী টিকিট পরিদর্শক (এটিএস) বিল্লাল হোসেন (২৫)। শনিবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আহত বিল্লালের বাড়ি যশোরের কোতোয়ালী থানার নীলগঞ্জ (সাহাপাড়া) গ্রামে। তিনি মৃত বাবু হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন ডিউটির সময় মোবাইলে কথা বলছিলেন। এমন সময় তিনজন অজ্ঞাত ব্যক্তি তার কাছে এসে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। তিনি অস্বীকৃতি জানালে এক ছিনতাইকারী তার ডান পায়ের হাঁটুর নিচে ছুরিকাঘাত করে। এরপর তারা তার মানিব্যাগ ও Vivo 91c মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মানিব্যাগে এক হাজার টাকা ছিল বলে জানা গেছে।
ঘটনার পর স্টেশনের এক কর্মচারী দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।