বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে ২নং ওয়ার্ডে বাংলা বর্ষবরণ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শাহাবুদ্দিন আহামেদ : বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলা বর্ষবরণ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে পৌর বিএনপি ও দুর্গাপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৪ই এপ্রিল সোমবার বিকাল ৫ টায় সময় বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রাম এর আমবাগানের মাঠে, দুই নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হয়। এবং খেলটি ৫টা হইতে ৬টা পর্যন্ত চলে, এই খেলায় অবিবাহিতরা চ্যাম্পিয়ন হন। রানার্সসাফ হন বিবাহিতরা।
এ সময় প্রধান অতিথি বিশেষ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সসাফদের হাতে ট্রফি তুলে দেন। ম্যান অব দ্যা ম্যাচের সেরা খেলোয়াড়দের ক্রেস্ট প্রদান ও উভয় দলের ক্যাপ্টেন সহ খেলোয়ারদের মেডেল পরিয়ে দেন।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি সহ-সভাপতি ইদ্রিস মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার প্রচার প্রকাশনা সম্পাদক ও গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক আব্দুল মুননাফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বেনাপোল পৌর বিএনপি’র সমবায় সম্পাদক আব্দুল ওহাব, বেনাপোল পৌর বিএনপি’র অর্থ সম্পাদক আব্দুস সামাদ, বিশিষ্ট ক্রীড়াবিদ ফারুক ইকবাল ডাবলু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদ আলী, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়ার আলী, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মিজানুর রহমান মিজান, আব্দুল জব্বার সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।