শিরোনাম:
আগুনে পুড়ে শেষ হয়ে গেল এক প্রতিবন্ধীর জীবন।
শালিখা মাগুরা প্রতিনিধিঃ আজ ১৩ই এপ্রিল মাগুরা জেলার শালিখা উপজেলার কালীগঞ্জ রোডের দিলীপ রায়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরিবারের সবকিছু। একই সাথে আগুনে পুড়ে মারা গেল পরিবারের একমাত্র সন্তান প্রতিবন্ধী সুমন সরকার।
প্রতিবেশী সূত্র মতে কারেন্ট থেকে আজ সকাল ৯টার দিকে ওই বাড়িতে আগুন ধরে যায়। এরপর বাড়ির মালিক এক বৃদ্ধা মহিলার আত্মচিৎকারে আশেপাশের লোক ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে ছাই হয়ে যায় পরিবারের একমাত্র পুত্র সন্তান প্রতিবন্ধী সুমন সরকার। এই অগ্নিকাণ্ডে নিহতের সাথে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারও প্রতিবেশীদের দাবি।