খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3808 বার
স্টাফ রিপোর্টার : নাগরিক অধিকার আন্দোলন যশোর এর উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি, প্রকাশক ও সম্পাদক, লেখক, ক্রিড়া অনুরাগী জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা লে. কর্ণেল (অব) কাজী শাহেদ আহমেদ স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) যশোরের কাজী পাড়াস্থ কাজী ভবনে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী শাহেদ আহমেদের পুত্র নাবিল আহমেদ।
নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর আহবায়ক মাস্টার নুর জালালের সভাপতিত্বে এবং সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যৌথ বানিজ্য কমিটির পরিচালক মোঃ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান, নাগরিক অধিকার আন্দোলন যশোর এর কোর কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, অধ্যক্ষ বোরহান উদ্দিন, জাহিদ গোলদার, শাহানাজ বেগম, লিপা ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুননাহার সোনালি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান মিলন, জেলা আওয়ামী লীগ নেতা জবেদ আলী, সুখেন মজুমদার, নাসিরউদ্দিন, লাইজু জামান, জহুরুল হক চুন্নু, জেমকন গ্রুপের এরিয়া ম্যানেজার আবু মুসা মধু, ঝিকরগাছা সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ তার পিতার স্মৃতিচারণ করেন এবং পিতার রুহের মাগফিরাত এর জন্য সকলের কাছে দোয়া চান।অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ডাঃ আব্দুল্লাহ।