১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ঝিকরগাছায় মাছের ঘের থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছা উপজেলার দিগদানা নগর গ্রামে একটি মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দিগদানা নগর গ্রামের বাসিন্দা মৃত আমিন উদ্দিনের ছেলে মো. আকবর আলী (৬০) তার ১ বিঘা আয়তনের মাছের ঘেরের পানি শুকিয়ে মাছ ধরার কাজ করছিলেন। বিকেল ছয়টার দিকে ঘেরে থাকা কাদার মধ্যে মোড়ানো একটি শপিং ব্যাগ দেখতে পায় স্থানীয় এক কিশোর সিয়াম হোসেন (১২)। ব্যাগটি খুলে সে পিস্তল ও গুলি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “পিস্তল, ম্যাগাজিন ও গুলিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ ধারণা করছে, কোনো অপরাধীচক্র গোপনে অস্ত্রটি ওই ঘেরে ফেলে রেখে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
৬৪

ঝিকরগাছায় মাছের ঘের থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট: ১১:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

সাব্বির হোসেন: যশোরের ঝিকরগাছা উপজেলার দিগদানা নগর গ্রামে একটি মাছের ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দিগদানা নগর গ্রামের বাসিন্দা মৃত আমিন উদ্দিনের ছেলে মো. আকবর আলী (৬০) তার ১ বিঘা আয়তনের মাছের ঘেরের পানি শুকিয়ে মাছ ধরার কাজ করছিলেন। বিকেল ছয়টার দিকে ঘেরে থাকা কাদার মধ্যে মোড়ানো একটি শপিং ব্যাগ দেখতে পায় স্থানীয় এক কিশোর সিয়াম হোসেন (১২)। ব্যাগটি খুলে সে পিস্তল ও গুলি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “পিস্তল, ম্যাগাজিন ও গুলিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ ধারণা করছে, কোনো অপরাধীচক্র গোপনে অস্ত্রটি ওই ঘেরে ফেলে রেখে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।