বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): বুধবার (৯ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলার শাখার উদ্যোগে দলের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আল হেলাল ট্রাস্টে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মাজলিশে শূরা সদস্য, যশোর জেলা আমীর অধ্যাপক মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন অধ্যাপক ড. মোহাম্মদ ফয়জুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা. আব্দুল জব্বার, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা. আব্দুল আলীম, জিল্লুর রহমান, নাজিমউদ্দীন, আবু ইছা, তৈয়েব আলী, অলিয়ার রহমান, রবিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।