১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ, দোকানি গ্রেফতার

নিউজ ডেস্ক

যশোর অফিস : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভয়নগর থানাধীন দেয়াপাড়া গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগে এক ফুচকা দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় ভৈরব নদীর পূর্ব পাড়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তি ‘মেহেদীর ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকা’ নামের একটি অস্থায়ী দোকান স্থাপন করেন। সেখানে আগত দর্শনার্থীরা ফুচকা খাওয়ার পর থেকে পেট ব্যথা, বমি ও ডায়রিয়াসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হন। একপর্যায়ে অসুস্থদের মধ্যে অনেকেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান অভয়নগর থানার অফিসার ইনচার্জকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে অভয়নগর থানার এসআই (নিঃ) মিহির মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ২ এপ্রিল রাত ৭টা ৩৫ মিনিটে অভিযান চালিয়ে মনির হোসেনকে তার নিজ বাড়ি মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় তানজিম হোসাইন নামে এক ভুক্তভোগী অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি (নং-৩, তাং-০২/০৪/২০২৫) দণ্ডবিধির ২৭২/২৭৩/৩৩৬ ধারাসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।

যশোর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া ভুক্তভোগী জানান, “আমরা ঈদ মেলায় পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে ওই দোকানের ফুচকা খেয়েছিলাম। কিছুক্ষণ পর থেকেই পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং বমি হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি হতে হয়। এমন ঘটনা খুবই দুঃখজনক। খাবারের মান নিয়ন্ত্রণ করা দরকার।”

অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মনির হোসেনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
৯৪

অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ, দোকানি গ্রেফতার

আপডেট: ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

যশোর অফিস : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভয়নগর থানাধীন দেয়াপাড়া গ্রামের স্কুল মাঠে অনুষ্ঠিত ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগে এক ফুচকা দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় ভৈরব নদীর পূর্ব পাড়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তি ‘মেহেদীর ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকা’ নামের একটি অস্থায়ী দোকান স্থাপন করেন। সেখানে আগত দর্শনার্থীরা ফুচকা খাওয়ার পর থেকে পেট ব্যথা, বমি ও ডায়রিয়াসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হন। একপর্যায়ে অসুস্থদের মধ্যে অনেকেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান অভয়নগর থানার অফিসার ইনচার্জকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে অভয়নগর থানার এসআই (নিঃ) মিহির মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ২ এপ্রিল রাত ৭টা ৩৫ মিনিটে অভিযান চালিয়ে মনির হোসেনকে তার নিজ বাড়ি মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় তানজিম হোসাইন নামে এক ভুক্তভোগী অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি (নং-৩, তাং-০২/০৪/২০২৫) দণ্ডবিধির ২৭২/২৭৩/৩৩৬ ধারাসহ নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।

যশোর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া ভুক্তভোগী জানান, “আমরা ঈদ মেলায় পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে ওই দোকানের ফুচকা খেয়েছিলাম। কিছুক্ষণ পর থেকেই পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং বমি হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি হতে হয়। এমন ঘটনা খুবই দুঃখজনক। খাবারের মান নিয়ন্ত্রণ করা দরকার।”

অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মনির হোসেনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।