০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

যশোরের শার্শা সিমান্ত থেকে মরদেহ উদ্ধার : আটক-১

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজন এক জনকে আটক করেছে।

রোববার রাতে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ইটভাটা সংলগ্ন সেতাই বালুন্ডা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম।

নিহত যুবক জামাল হোসেন (২৫) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাদপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।

ওসি কেএম রবিউল ইসলাম বলেন, ‘শফি ইটভাটা সংলগ্ন সেতাই বালুন্ডা সড়কে অজ্ঞাতনামা একব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে’ স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশে একটি এ্যাপাচি ৪ভি কালো রংয়ের মোটরসাইকেল, হত্যার কাজে ব্যবহৃত কিছু মেহগনি গাছের চলাকাঠ পড়ে থাকতে দেখা যায়।নিহত ভিকটিমের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচিতি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, নিহত ভিকটিম মাদক চোরাচালানের সাথে জড়িত। সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সন্দেহভাজন হিসেবে কাদপুর গ্রামের আলী হোসেন খাঁর ছেলে জাহিদ হাসানকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
৩৪

যশোরের শার্শা সিমান্ত থেকে মরদেহ উদ্ধার : আটক-১

আপডেট: ১২:১৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার সীমান্ত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজন এক জনকে আটক করেছে।

রোববার রাতে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ইটভাটা সংলগ্ন সেতাই বালুন্ডা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম।

নিহত যুবক জামাল হোসেন (২৫) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাদপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।

ওসি কেএম রবিউল ইসলাম বলেন, ‘শফি ইটভাটা সংলগ্ন সেতাই বালুন্ডা সড়কে অজ্ঞাতনামা একব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে’ স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশে একটি এ্যাপাচি ৪ভি কালো রংয়ের মোটরসাইকেল, হত্যার কাজে ব্যবহৃত কিছু মেহগনি গাছের চলাকাঠ পড়ে থাকতে দেখা যায়।নিহত ভিকটিমের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচিতি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, নিহত ভিকটিম মাদক চোরাচালানের সাথে জড়িত। সে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করত।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সন্দেহভাজন হিসেবে কাদপুর গ্রামের আলী হোসেন খাঁর ছেলে জাহিদ হাসানকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।