ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির ঈদ শুভেচ্ছা
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিনিধি : ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উৎসব। এই দিন ধনী-গরিব, উঁচু-নিচু ভেদাভেদ ভুলে সবাই একই কাতারে মিলিত হয়। ঈদুল ফিতর শুধু আনন্দের নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের উচিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ—আপনার আশপাশের দরিদ্র ও অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে।”
তিনি দেশবাসীকে জাকাত ও ফিতরা যথাযথভাবে আদায়ের আহ্বান জানিয়ে বলেন, “ঈদের আনন্দ যেন কেবল একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে। আসুন, আমরা জাকাত-ফিতরা আদায়ের মাধ্যমে দরিদ্রদের মুখে হাসি ফোটাই এবং ঈদের প্রকৃত সৌন্দর্য উপভোগ করি।”
জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশ ও জাতির উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের সমাজ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।”
পরিশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। ঈদ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি। সবাইকে ঈদ মোবারক!”