খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5472 বার
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সীমান্তের অতদ্র প্রহরী (অব) সরকারি চাকুরীজীবী সমবায় সমিতির উদ্যাগে ডেঙ্গু প্রতিরোধে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার(৬ সপ্টম্বর) দুপুরে নড়াইল শহরে একটি র্যালী বের করে। র্যালী শেষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলাচনা সভার আয়াজন করা হয়। আলাচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন এডিসি লিংকন বিশ্বাস, পৌর মেয়র আঞ্জুমান আরা, বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযাদ্ধা জিএম মনসুর আহম্মদ, বর্ডার গার্ড বাংলাদেশের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক বীর মুক্তিযাদ্ধা মোঃ সোহরাব হোসেন, আমন্ত্রিত অতিথি ছিলেন সভাপতি, বাংলাদশ প্রেসক্লাব খুলনা বিভাগ মোঃ মতিয়ার রহমান, এছাড়া খুলনা বিভাগের নেতৃবৃন্দসহ নানা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশার উৎস জমে থাকা পানির স্থান পরিস্কার রাখা, রাস্তার পাশ্ববর্তী ড্রেন, ফুল ফলগাছের টব নিয়মিত পরিস্কার রাখার পরামর্শ দেন। সংগঠনের পক্ষ থেকে সারা দেশের জেলা শাখা গুলোর উদ্যাগে জনসচেতনতায় কার্যক্রম চালাবো বলে জানানো হয়।