০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নড়াইলে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে সদর পুলিশের অভিযানে অপহরণ করে মুক্তিপণ দাবি তিনজন গ্রেফতার।

নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকায় হাবিবুর রহমান (৩২) নামের একজন ফুল ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) হাবিবুর রহমান ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সাফাত ভূইয়া (১৯)কে হাতেনাতে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ও বুধবার (২৬ মার্চ ) অভিযান চালিয়ে অপর দুইজন জাবির শেখ (১৮) ও মুন শেখ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালীর হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মো. সাফাত ভূইয়া,একই এলাকার মতিয়ার মাস্টারের ছেলে মুন ও হাফিজ শেখের ছেলে জাবির শেখ। ভুক্তভোগী হাবিবুর রহমান সদর উপজেলার লস্কারপুর গ্রামের গোলাম রব্বানি মোল্যার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ব্যবসায়ী হাবিবুর রহমানকে পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে ভওয়াখালী রেলস্টেশন এলাকায় আটকে রাখে আসামিরা। এসময় ভুক্তভোগীর নিকটে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাই করে তারা। এছাড়াও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনদের নিকট ফোন করতে থাকে আসামিরা। পরে সদর থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এসময় আসামি সাফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এক ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে আসামি সাফাতকে গ্রেফতার করা হয় এবং (বুধবার) তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে অভিযান চালিয়ে আরও দুই আসামি মুন ও জাবিরকে গ্রেফতার করা হয়েছে। (বৃহস্পতিবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
৫৯

নড়াইলে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে তিনজন গ্রেফতার

আপডেট: ০৫:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে সদর পুলিশের অভিযানে অপহরণ করে মুক্তিপণ দাবি তিনজন গ্রেফতার।

নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকায় হাবিবুর রহমান (৩২) নামের একজন ফুল ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) হাবিবুর রহমান ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সাফাত ভূইয়া (১৯)কে হাতেনাতে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ও বুধবার (২৬ মার্চ ) অভিযান চালিয়ে অপর দুইজন জাবির শেখ (১৮) ও মুন শেখ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালীর হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মো. সাফাত ভূইয়া,একই এলাকার মতিয়ার মাস্টারের ছেলে মুন ও হাফিজ শেখের ছেলে জাবির শেখ। ভুক্তভোগী হাবিবুর রহমান সদর উপজেলার লস্কারপুর গ্রামের গোলাম রব্বানি মোল্যার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ব্যবসায়ী হাবিবুর রহমানকে পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে ভওয়াখালী রেলস্টেশন এলাকায় আটকে রাখে আসামিরা। এসময় ভুক্তভোগীর নিকটে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাই করে তারা। এছাড়াও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনদের নিকট ফোন করতে থাকে আসামিরা। পরে সদর থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এসময় আসামি সাফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এক ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে আসামি সাফাতকে গ্রেফতার করা হয় এবং (বুধবার) তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে অভিযান চালিয়ে আরও দুই আসামি মুন ও জাবিরকে গ্রেফতার করা হয়েছে। (বৃহস্পতিবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।