শিরোনাম:
নাভারণে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা
সাব্বির হোসেন,যশোরঃ যশোরের নাভারণ কলাগাছী ও চাড়াতলার মাঝামাঝি মহিতুর তেল পাম্পের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (তারিখ) দুপুরে ঢাকাগামী হামদান পরিবহনের বাস (যশোর-ব ১১-০২৮০) ও বেনাপোলগামী একটি প্রাইভেট কার সংঘর্ষে লিপ্ত হয়। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বাস ও প্রাইভেট কারের সামান্য ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত সহায়তায় এগিয়ে আসেন, যার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।