শিরোনাম:
বাঘারপাড়ায় তরমুজ চাষে ভাগ্য ফেরানোর আশা ফিরোজের
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া(যশোর) : তরমুজ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন যশোরের বাঘারপাড়া উপজেলার ফিরোজ হোসেন।
খবর নিয়ে জানা গেছে, উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের ফিরোজ হোসেন তার ৪০ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। গাছ ও ফলন অনেক ভালো হয়েছে। ফিরোজ হোসেন বলেন, অন্যান্য চাষাবাদের পাশাপাশি বর্তমানে তিনি আধুনিক পদ্ধতিতে ৪০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেন। এই পর্যন্ত তরমুজ চাষে তার খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা। ফলন ভালো হলে তরমুজ বিক্রি করে ৩ লক্ষ টাকা আয় হতে পারে বলে সে আশাবাদী।
এলাকাবাসী বলেন, ফিরোজ হোসেন একজন ভালো তরকারি চাষী হিসাবে ইতিমধ্যে এলাকায় নাম করেছেন। গতবছর মরিচ চাষে ব্যাপকভাবে সফল হয়েছিল তিনি বর্তমানে, চাষী ফিরোজ হোসেন তার বিভিন্ন রকম সবজি ও তরমুজ চাষের বিষয়ে কৃষি বিভাগের সহযোগীতা কামনা করেছেন।